তৃতীয় বিভাগ ফুটবলে খেলবে বলে বিকেএসপির ফুটবলার নিয়েছিল চকবাজার কিংস। যারা পরবর্তী সময় দ্বিতীয় বিভাগেও খেলেছে। আর এ নিয়ে বিকেএসপিকে এক বছরের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করে এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। বিকেএসপি তাদের নিজেদের অভ্যন্তরীণ তদন্ত করে দেখেছে, এই অপরাধে বিকেএসপির সংশ্লিষ্টতা নেই।
বিকেএসপি আপিল করে সেটি গুরুত্ব সহকারে বিবেচনা করে মুক্তি দেয় বিকেএসপিকে। নিষিদ্ধ করেছিল সেটি তুলে নেওয়া হয় এবং ১ লাখ টাকা জরিমানাও মওকুফ করা হয়। এতে খুশি বিকেএসপি। তবে এই অনিয়মের সঙ্গে জড়িত বিকেএসপির সিনিয়র কোচ শাহীনুল হককে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয় এবং সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আবাহনীর ম্যানেজার কাজী নজরুল ইসলামকে দেওয়া চার ম্যাচের শাস্তির মেয়াদ কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে। ইতিমধ্যে দুই ম্যাচ কেটে গেছে। আর ৩০ হাজার টাকা জরিমানা বহাল রেখেছে বাফুফের আপিল কমিটি। এই কমিটির সভা হয়েছে গত ২৮ ডিসেম্বর। আর সংবাদ মাধ্যমকে জানিয়েছে পাঁচ দিন পর।