ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সুখবর পেয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৪ নম্বরে উঠে এসেছে।
ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে পেছনে ফেলেছে বাংলাদেশ। অবশ্য প্রথম টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলেছিল বাংলাদেশ।
কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার রেটের কারণে পয়েন্ট কাটা যাওয়ায় পরে প্রোটিয়াদের নিচে জায়গা হয়েছিল বাংলাদেশের। তবে খুব বেশি দিন এইডেন মাক্রাম-টেম্বা বাভুমাদের নিচে থাকতে হলো না নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানদের।
এক সপ্তাহের ব্যবধানেই প্রোটিয়াদের পেছনে ফেলেছে বাংলাদেশ। ৪৫.৮৩ শতাংশ জয়ের হারে বাংলাদেশ এখন চারে।
টেস্টে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ৬ ম্যাচে সমান ৩টি করে জয়-পরাজয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ৬ নম্বরে ছিল বাংলাদেশ। অন্যদিকে সমান ৬ টেস্ট খেলা প্রোটিয়ারা ৩৮.৮৯ শতাংশ জয়ের হারে ছয়ে।
দুই দলের মাঝে ১৫ টেস্ট খেলা ইংল্যান্ড ৪৫.০০ শতাংশ জয়ের হারে ৫ নম্বরে আছে।
বাংলাদেশের ওপরে যথাক্রমে নিউজিল্যান্ড (৫০.০০ শতাংশ), অস্ট্রেলিয়া (৬২.৫০ শতাংশ) ও ভারত (৬৮.৫২ শতাংশ) আছে। বাংলাদেশের বড় লাফে অবদান রেখেছে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয়। আজ পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করার ম্যাচে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। এর আগে রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে ১০ উইকেটের জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল।