শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

দেশী নায়িকা ববিকে নিয়ে ‘তছনছ’ মিশনে নামছেন মুন্না খান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ Time View

ঢাকা : ‘তছনছ’ সিনেমার গল্পে নায়িকার যে চরিত্রটি তার সাথে চিত্র নায়িকা ববি মানানসই বলেই তাকে কাষ্ট করা হয়েছে। এ চরিত্রে ববিকে ডিমান্ড করেছে বলে নেওয়া হয়েছে। পরীমনিকে চরিত্রটি ডিমান্ড করেনি বলেই অফার দেওয়া হয়নি। এ ভাবেই বললেন ছবির প্রযোজক ও নবাগত নায়ক মুন্না খান।

ছবিটি পরিচালনা করবেন বিশিষ্ট পরিচালক বদিউল আলম খোকন।

‘তছনছ ‘ সিনেমার শুভ মহরত অনুষ্ঠানে মুন্না খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বলেন, ছবির গল্পের সাথে নায়িকা হিসেবে দেশী বা বিদেশী যাকে প্রয়োজন তাকেই নেওয়া হয়। আমাদের নতুন ছবি ‘ তছনছ’ এর জন্য দেশী নায়িকাই ডিমান্ড করেছে তাই আমাদের এ সময়ের জনপ্রিয় নায়িকা ববি কে নেওয়া হয়েছে। পরীমনি এ চরিত্রে যায় না বলে তাকে অফার করা হয়নি। আমার আগের ছবির নায়িকা ছিলেন কলকাতার। এবার দেশের নায়িকা নিয়েই ছবি করছি।

তিনি বলেন, ছবির গল্প ভালো হলে ছবি চলবে। এই ছবিতে রোমাঞ্চ। এ্যাকশন। ভালো গান। আর দেশের প্রতি মেসেজ থাকবে। যেমনটা ছিল আমার মুক্তিপ্রাপ্ত সিনেমায়।

বদিউল আলম খোকনের ছবিতে অভিনয় করেই শাকিব খান এগিয়ে গেছেন। আজ সুপারষ্টার। আর আপনিও তার পরিচালনায় নায়ক হয়ে আসছেন এ নিয়ে আপনার কি বক্তব্য এমন এক প্রশ্নের জবাবে মুন্না খান বলেন, সুপারষ্টার শাকিব খান আমাদের গর্ব। আমি তার ভক্ত। আমি শাকিবিয়ান। তার সাথে কারও তুলনা করা ঠিক না। তিনি আমাদের অনুপ্রেরণা। তার ২৬ বছরের ক্যারিয়ার। তাকে ছোঁয়া এতো সহজ নয়। শাকিব ভাই এর সাথে তুলনা করে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না।

মুন্না খান বলেন, ‘তছনছ’ দর্শকদের তছনছ করে দিবে আমার বিশ্বাস।

প্রসঙ্গত, মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড তার প্রথম চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কলকাতার কৌশানী মুখোপাধ্যায়। যা ১৭ই জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি মুন্না খান মাল্টিমিডিয়া ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন মুন্না খান। সংগীত পরিচালনা করেনশওকত আলী ইমন ও আহমেদ হুমায়ুন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.