বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের উদ্ঢাকা : বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া বলেছেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় শিক্ষা ব্যবস্হা সংস্কারের কথা বলা হয়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ধ্বংসপ্রাপ্ত সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ঢেলে সাজানো হবে।
বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের উদ্দেশ্যে দেয়া ম্যাডাম খালেদা জিয়ার ঘোষনা বাস্তবায়িত হবে।
শনিবার কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি
কুতুবউদ্দিন আহমেদ
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার জাকির হোসেন,
শিক্ষক সমিতির মহাসচিব মোঃ জাকির হোসেন,
মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হেসেন।সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে শিক্ষকদের সাহসিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষা মন্ত্রনালয় ও অধীনস্থ সকল উইংস থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে। দোসরদের বিচারের ব্যবস্থা করে কঠিন শাস্তির দাবি করেন তিনি।