ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিদমির জেলেনস্কি বলেছেন, চলতি মাসেতার বাহিনী ঝটিকা অভিযান চালিয়ে রাশিয়ার কাছ থেকে ছয় হাজার বর্গ কিলোমিটার (২,৩২০ বর্গ মাইল) এলাকা পুনঃদখল করেছে। আর এর মাধ্যমে প্রায় সাত মাস ধরে চলা যুদ্ধে মস্কো তার সবচেয়ে করুণ পরাজয় বরণ করেছে।
জেলেনস্কি সোমবার তার দৈনন্দিন বক্তৃতায় বলেন, ‘সেপ্টেম্বরের শুরু থেকে আমাদের সৈন্যরা ইতোমধ্যেই পূর্ব ও দক্ষিণে ছয় হাজার বর্গ কিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড মুক্ত করেছে। আমরা এখন আরো এগিয়ে যাচ্ছি।’
ইউক্রেনের সৈন্যরা সোমবার আরো এলাকা দখল করেছে। ফলে অনেক স্থানে তারা রুশ সীমান্তে চলে এসেছে। তারা তাদের ঝটিকা অভিযানে অনেক রুশ সৈন্যকে বন্দী করার দাবিও করেছে।
উত্তর-পশ্চিম খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেন, ‘অনেক ফ্রন্টে আমাদের যোদ্ধারা রুশ ফেডারেশনের সাথে আমাদের রাষ্ট্রীয় সীমান্তে পৌঁছে গেছে।’
ইউক্রেন সামরিক গোয়েন্দা বাহিনীর এক মুখপাত্র বলেন, রুশ সৈন্যরা ঘেরাও হয়ে পড়েছে।
আর ইউক্রেন প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেন, এত যুদ্ধবন্দী হয়েছে যে তাদের রাখার জায়গার অভাব দেখা দিয়েছে।
সূত্র : আলজাজিরা