ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে সোমবার উগ্র হিন্দুরা হামলা চালিয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ সহ কয়েকটি হিন্দু সংগঠন সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখানোর এক পর্যায়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে জোর পূর্বক হাইকমিশন ঢুকে পড়ে। ভেতরে ঢুকে তারা বাংলাদেশের জাতীয় পতাকা ছিড়ে ফেলেন। বাংলাদেশের পতাকা নিয়ে পুলিশের সঙ্গে তাদের টানাহেঁচড়া করতে দেখা যায়। এর পরেই পুলিশ তৎপর হয়ে বিক্ষোভকারীদের হাইকমিশন থেকে বের করে দেয় বলে সংবাদ সুত্রে জানা গেছে।
এই হামলার ঘটনাকে গভীর দুঃখজনক জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে ঘটনায় নিন্দা জানিয়ে বলা হয়, কোন অবস্থাতেই কূটনৈতিক ও দূতাবাসের সম্পত্তিকে টার্গেট করা উচিত নয়। সেই সঙ্গে জানানো হয়েছে, ভারত সরকার নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ও অন্যান্য জায়গায় থাকা ডেপুটি ও সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ করা হচ্ছে।