ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জিতে ফাইনালে খেলবে বাংলাদেশ। রবিবার ফাইনালে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। আজ ভুটানকে ৬ গোলে হারিয়ে ভারত ম্যাচ নিয়ে পরিকল্পনায় নেমে পড়েছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু।
তিন ম্যাচ মিলিয়ে প্রতিপক্ষের জালে বাংলাদেশ ১১টি গোল করেছে। বিপরীতে হজম করেছে মাত্র একটি। তিন ম্যাচ জেতার পর আবারও ভারতের বিপক্ষে লড়তে হবে। তাই কোচ টিটু এখন থেকেই ছক কষতে নেমে পড়েছেন। কাঠমান্ডু থেকে ভুটান ম্যাচের পর বলেছেন, ‘আজকের ম্যাচটা খুব ট্রিকি ছিল। কেননা, একদিন পরই আমরা ফাইনাল খেলবো। তো কিছু খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া যায় কিনা…এ ক্ষেত্রে আমাদের সমস্যা হয়েছে। কারণ, অনূর্ধ্ব-১৯ দলের মতো বিকল্প খেলোয়াড়, বিশেষ করে প্রীতির মতো খেলোয়াড় এই দলে নেই। যাহোক, এখন ফাইনাল। সেদিকেই তাকিয়ে আছি। সব খেলোয়াড় যেন সুস্থ থাকে, পুরো ইফোর্ট দিতে পারে, সেভাবেই ওদের তৈরি করা এখন গুরুত্বপূর্ণ।’
ফাইনালে ভারতের বিপক্ষে দ্রুতগতির পাসে খেলতে চাইছেন কোচ। আজ ভুটানের বিপক্ষে কিছুটা হালকা চালে খেললেও রবিবারের ম্যাচ নিয়ে সতর্ক। টিটু বলেছেন, ‘এই মেয়েদের বয়স যত বাড়বে, ততই ওরা বিষয়গুলো (কৌশলগত) বুঝে উঠবে। ছোট ছোট পাসে কীভাবে খেলতে হয়? যদি বল বাড়ালে হারিয়ে ফেলি, ওদের মনে এখনও এই ভয়টা আছে। আমার মনে হয়, ভুটান আমাদের খেলার জন্য যতটা জায়গা দিয়েছে, ভারত অতটা দিবে না। সেক্ষেত্রে আরও কুইক পাসিং খেলতে হবে; প্রয়োজনে লম্বা পাস দিতে হবে।’
শুধু পাসিং ফুটবল নয়, সেই সঙ্গে বিল্ডআপ ফুটবলের দিকে জোর দিলেন টিটু। যেন ফাইনালে এক ইঞ্চি জায়গা ছাড়তে না হয়। জাতীয় দলের সাবেক মিডফিল্ডার বলেছেন, ‘আমরা বিল্ডআপ গেম খেলতে পারবো কিনা জানি না। কেননা, ভারত ভালো প্রেস করে খেলে। সেক্ষেত্রে পাসিং ফুটবল খেলে যদি আমরা মাঠটা বড় করতে পারি… এটা আসলে আত্মবিশ্বাসের ব্যাপার। এ নিয়ে কিছুটা জড়তা মেয়েদের ছিল, এটা নিয়ে কাজ করতে হবে। ফাইনাল একটাই ম্যাচ। জিতলেই চ্যাম্পিয়ন। মেয়েদের আসলে সেভাবেই তৈরি করা যে…এটা ফাইনাল, জিতলেই তোমরা চ্যাম্পিয়ন, ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারবে। এখন আর মাঠের কাজ করা বিষয় নয়, মূল হচ্ছে ওদের অনুপ্রাণিত করা। এ সময়ের মধ্যে আমরা সেটা করার চেষ্টাই করবো।’