মাঘের শুরুতে শীত তার ক্ষমতা দেখাতে শুরু করেছে। ঘন কুয়াশা আর হিম বাতাসে জনজীবনে এসেছে স্থবিরতা। দেশের বিভিন্ন জায়গায় ৫-৭ দিন সূর্যের মুখ দেখেনি অনেকেই। এর মধ্যে আবহাওয়া অফিস টানা দুই দিনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। যা শীতের ভয় আরও বাড়িয়ে তুলছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার খুলনা বিভাগের ১০ জেলার অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।
আবহাওয়া অফিস বলছে, বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া এ সময়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।