নতুন বছরের জন্য ফোক ঘরানার আরেকটি আয়োজন নিয়ে এসেছেন সুকুমার বাউল। গানের শিরোনাম ‘মানবদেহ’। এইচএম নিপুর লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অপু রায়হান। সম্প্রতি বগুড়ার বেশকিছু স্থানে গানের দৃশ্যধারণ করা হয়েছে।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শামীম আহসান। ভিডিওতে অংশ নিয়েছেন সুকুমার বাউল নিজেই। নতুন বছরের শুরুতে গানটি অনলাইনে প্রকাশ পাবে বলেও এর গীতিকার জানিয়েছেন। গানের আয়োজন নিয়ে সুকুমার বাউল বলেন, ‘খুব সহজ কথায়এগানে জীবনের এক চরম সত্যকে তুলে আনা হয়েছে। প্রতিটি জীবনের কোনো না কোনা লক্ষ্য ও উদ্দেশ্য থাকে, যা গানের মাধ্যমে নতুন করে বলা হয়েছে। আশা করছি, গানটি অনেকের মনে আঁচড় কাটবে।’
সাম্প্রতিক সময়ে অনলাইনে প্রকাশিত ‘বলব না গো আর কোনো দিন’ গানের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন সুকুমার বাউল। গানের কথা, সুর থেকে শুরু করে এই বাউলশিল্পীর গায়কি মনোযোগ কেড়ে নিয়েছে অগণিত শ্রোতার। এরই পরিপ্রেক্ষিতে নতুন আয়োজন নিয়ে ফের ব্যস্ত হয়ে উঠেছেন লোকগানেরএইশিল্পী।