মনিরুল ইসলাম : এবারের অতিথি: অন্তর্বর্তী কালীন সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের-এর উপদেষ্টা, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
উপস্থাপনা: দীপ্তি চৌধুরী।
প্রযোজনা: রেজাউল করিম কাজল।
প্রচার সময়: ২০ ডিসেম্বর, শুক্রবার রাত ৮:২০ মিনিট।
পুনঃপ্রচার: শুক্রবার দিবাগত রাত ১২:৩০ মিনিট ও ২১ ডিসেম্বর, শনিবার দুপুর ১:৩০ মিনিট।
চ্যানেল আইতে তিন নম্বর স্টুডিও-তে রেকর্ডিংয়ের সময় ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত সাহেবের কিছুটা দেরি হয়ে যায়।
তাঁর ব্যস্ত সময়ের পরে উপস্থাপিকা দীপ্তি চৌধুরী অপেক্ষা করেন।
আলোচনা পর্ব শুরু করার আগে একটু রঙ চা খেয়ে নেন উপদেষ্টা মহোদয়।
টানা তিরিশ মিনিটের এই সাক্ষাৎকারে অনুষ্ঠান ধারণ করেন প্রযোজক কাজল।
তারপর এডিটিং করার পরে দাঁড়ায় পঁচিশ মিনিট।
গুরুত্বপূর্ণ এই ইন্টারভিউতে প্রচার করা হচ্ছে শুক্রবার ২০ ডিসেম্বর, রাত সাড়ে আটটা বিশ মিনিটে।
তারপরে সেই রাতে সাড়ে বারোটা এবং পরদিন শনিবার দুপুর দেড়টায়।
দর্শক-শ্রোতার আকর্ষণের ঘটনা ঘটবে।
এই আলোচিত, গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে।