ঢাকা : ট্রিপল টাইম কমিউনিকেশন আয়োজিত ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গান গাইতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ শুক্রবার ২৯ নভেম্বর সন্ধ্যা থেকে বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।
কনসার্টে আতিফের সঙ্গে পারফর্ম করবেন পাকিস্থানের আরেক তরুণ শিল্পী আবদুল হান্নান। পাশাপাশি থাকবেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান এবং ব্যান্ড কাকতালের শিল্পীরা।
কনসার্টের আগের দিন বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে কনসার্টের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন আয়োজকরা। কনসার্টের ভেন্যুতে সরাসরি গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের মূল মাঠের বড় একটা অংশজুড়ে তৈরি হয়েছে মঞ্চ।
দর্শকদের জন্য করা হয়েছে তিনটি সারি, প্রথম সারির নাম দেওয়া হয়েছে ‘ম্যাজিকাল জোন’। যেটি উপভোগ করবে ভিআইপি টিকেটধারী দর্শক। তারপর রয়েছে ফ্রন্ট সারি ও সাধারণ সারি। সরাসরি কনসার্টটি উপভোগ করতে পারবেন প্রায় ১০ হাজার দর্শক। স্টেডিয়ামের পুরো মাঠ জুড়েই বসেছে অনেক স্টল। কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন।
জানা গেছে, রাত আটটার পরে মঞ্চে উঠবেন আতিফ আসলাম। কনসার্টের গেইট খোলা হবে দুপুর ১টায়, এন্ট্রি গেইট বন্ধ করে দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।
২০০৩ সালে ব্যান্ড দল জলের সঙ্গে আতিফের সংগীত ক্যারিয়ার শুরু। মূলত উর্দু ভাষায় গাইলেও হিন্দি, পঞ্জাবি, বাংলা ও পশতু ভাষার গানেও দক্ষতা দেখিয়েছেন তিনি।
‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’র বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন আতিফ। গানের পাশাপাশি পাকিস্তানে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এই গায়ক।
চলতি বছরের ১৯ এপ্রিল ঢাকায় ‘আর্টস অ্যান্ড মিউজিক’ ফেস্টে গান করেছিলেন এই শিল্পী। রাজধানীর বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে হয়েছিল সেই কনসার্ট।