মনিরুল ইসলাম : জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেছেন, জাজের হল থেকে পাইরেসি হবার কোন সুযোগ নেই। যেই করবেন। ধরা পড়ে যাবেন। জাজের হলের পর্দায় হলের নাম প্রদর্শিত হয়। কোনভাবেই পাইরেসি হতে পারবে না। জাজের যে হল থেকে agoradesign.it পাইরেসি কেউ করবে সেই হলের নাম ভেসে উঠবে পর্দায়। এভাবেই আমাদের সার্ভার করা হয়েছে। তাই জাজের হল থেকে ‘ সুড়ঙ্গ ‘ পাইরেসি হবার কোন সম্ভাবনা নেই। এভাবে প্রতিবাদ জানালেন আবদুল আজিজ।
বুধবার রাতে ঢাকায় ‘এমআর-৯’ ছবির ট্রেলর। মুক্তির তারিখ। ছবির শিল্পীদের নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিচালক অনন্ত মামুনের পাইরেসি নিয়ে বক্তব্য প্রসঙ্গে আব্দুল আজিজ এ কথা বলেন।।
তিনি বলেন, সুড়ঙ্গ পাইরেসি নিয়ে যে কথা উঠেছে তা জাজের হল থেকে কোনভাবেই হয়নি। কেউ অন্য হল থেকে করতে পারে। আর মোবাইল দিয়ে পাইরেসি করা সম্ভব না। এটা ট্রাইপডের মাধ্যমে ক্যামেরা লাগিয়ে করা হতে পারে।
তিনি বলেন, কোন ছবিই পাইরেসি হওয়া ঠিক নয়। এতে চলচ্চিত্রের ক্ষতি হয়। ছবি ভালো চললে সিনেমা ব্যবসা লাভজনক হয়। হল মালিকদের কাছ থেকে শেয়ার মানি ভালো পাওয়া যায়।