বিনোদন ডেস্কঃ তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী তানিশা খান। সংগীত ভূবনে বিচরণ করছেন স্বমহিমায়। লোকজ গান, আধুনিক গান আর স্টেজ শোতে পারফর্ম করে সংগীত পিপাসুদের নজর কেড়ে চলছেন বহুদিন ধরে।
কোভিড-১৯ মহামারির কারণে এই চলা কিছুটা থমকে দাঁড়ায়। তবে রেওয়াজ ও অনুশীলন চালিয়ে যান নিয়মিত। তা বন্ধ রাখেননি কোভিড-১৯ এর সময়ও।
আজ সোমবার ২৬ সেপ্টেম্বর তানিশা খানের জন্মদিন। গতকাল জন্মদিনের প্রথম প্রহর কাটান বন্ধু- বান্ধবী আর আপনজনের সাথে। কেক কেটে পালন করেন জন্মদিন। রাতে পরিবারের সদস্যদের সাথে কেক কাটেন তানিশা খান জানালেন।
তিনি বলেন, আজ আমার বিশেষ দিন। শুভ জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো আগামিদিনে সংগীত চর্চায় আরও বেশি মনোনিবেশ করতে পারি। আমি শুদ্ধ সংগীত চর্চা করে এদেশের সংগীতালয়ের মানুষের মন যেনো জয় করতে পারি এটাই আমার জন্মদিনের বড় চাওয়া।
তানিশা খানের জন্মদিনে দেশ নিউজ ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা আর অভিনন্দন।