ডেক্স : লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাজ্য বিনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ।
বিমানবন্দরে উপস্থিত থাকা একজন জানান, মির্জা আব্বাস বলেন , ম্যাডাম জিয়া চিকিৎসারত আছেন। তাই তাকে দেখতে এসেছি। এটি আমার দায়িত্ব। সাংবাদিকদের পক্ষ থেকে মাইনাস টু ফর্মুলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মাইনাস টু ফর্মুলা’ অকার্যকর।