ঢাকা : অচেনা মাইক্রোফন।চ্যানেল আইতে প্রচারিতব্য নতুন অনুষ্ঠান।
কিছু পর্বের প্রচার করে এরমধ্যেই ব্যাপকভাবে দর্শক পছন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতি সপ্তাহে আধঘন্টার অনুষ্ঠান।
এই বারের পর্ব অতিথি আঁকিয়ে প্রকাশ বনিক।
চারুকলা অনুষদ থেকে মাস্টার্স শেষ করে শিল্পী জনাব বনিক সহজাত গায়ক।
লোকগান গেয়ে প্রচুর শ্রোতাপ্রিয় হয়েছেন। তিনি মূলত কন্ঠশিল্পী।
পাশাপাশি বাউলা নামের এক গানের দল গড়ে তোলেন।
সেহাঙ্গল বিপ্লব প্রযোজিত, পরিকল্পিত এ অনুষ্ঠানে প্রকাশ বনিক বলেছেন আরো অনেক কাজের কথা।