রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
আই স্ক্রিনে প্রচারিত হচ্ছে টিনের তলোয়ার ‘ক্যাডার যার, মন্ত্রণালয় তার’ দাবিতে তিন প্রস্তাব ২৫ ক্যাডার কর্মকর্তাদের অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের ইন্তিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের শোক জামায়াতে ইসলামী বৈষম্যহীন মানবিক সাম্যের বাংলাদেশ গড়তে চায়: ডা. শফিকুর রহমান মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী, রেজিস্ট্রেশনের আহবান পুলিশের মধ্যে ডিবির হারুনের বিরুদ্ধে হত্যা মামলা সবচেয়ে বেশি আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি নাঃ মির্জা ফখরুল  অন্তর্বর্তী সরকার জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: এবি পার্টি কাফরুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল

ওসমান ছিলেন বৈষম্য বিরোধী এবং মানবতা মুক্তির আলোকবর্তিকা

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৬ Time View

কথাশিল্পী শওকত ওসমান ছিলেন অসাম্প্রদায়িক ও যুক্তিবাদী এক মানুষ। তাঁর লেখার মধ্যে ছিল আধুনিকতা ও শোষিত মানুষের মুক্তির কথা। তাঁর লেখা থেকে উদ্বুদ্ধ হওয়ার সময় এসেছে।

বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে এক আলোচনায় বক্তারা এই কথা বলেন। কথাশিল্পী শওকত ওসমানের ১০৮তম জন্মদিন উপলক্ষে শওকত ওসমান স্মৃতি পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। ২ জানুয়ারি ছিল শওকত ওসমানের ১০৮ জন্মশতবার্ষিকী। শুরুতেই কথাশিল্পী শওকত ওসমানের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর আলোচনা শুরু হয়।

আলোচনায় সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক বলেন, চল্লিশের দশকে যে কয়েকজন তরুণ লেখক কথা ও কবিতায় আধুনিকতা এনেছিলেন, তার মধ্যে একজন ছিলেন শওকত ওসমান। তাঁর লেখালেখিতে ইতিহাস-সচেতনতা ও বাস্তবতার তীক্ষ্ণ ক্ষমতা উপস্থিত ছিল।


পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকী বলেন,শওকত ওসমান সত্যিকারের বিপ্লবী আর বিদ্রোহী লেখক ছিলেন। কলকাতায় ১৯২৯ সাল থেকে তিনি ফ্যাসিস্ট বিরোধী সাহিত্যিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বৈষম্যের বিরুদ্ধে তিনি আমৃত্যু লড়াই করেছেন একজন লেখক হিসেবে শুধু ঘরে বসেই তিনি তা করেননি প্রয়োজনে তিনি সভা সেমিনারে বক্তৃতা করেও তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

রম্য লেখায় তাঁর অনবদ্য অবদান ছিল। ডক্টর দিপু সিদ্দিকী এই মহান কথা সাহিত্যিকের পূর্ণাঙ্গ রচনাবলী বাংলা একাডেমী থেকে প্রকাশ করার জন্য বর্তমান সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং বর্তমান সরকারের কাছে ঢাকায় যে কোন একটি প্রধান সড়কে তার নামে নামকরণ করার দাবি জানান।
কত শিল্পী শওকত ওসমানীর কনিষ্ঠ পুত্রের স্মৃতিচারণ করেন। পিতার প্রবাদতুল্য সততা, প্রজ্ঞা অনুসরণ করে শিরদাঁড়া উঁচু করে দাঁড়াবার শক্তি নিয়ে চলার সাহস নতুন প্রজন্মে সঞ্চারিত করার দায়িত্ব সরকারেরই বলে তিনি মন্তব্য করেন।

কথা সাহিত্যিক সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী শওকত ওসমানের জীবন দর্শন আলোচনা করতে গিয়ে বলেন, শওকত ওসমান কারো মুখাপেক্ষী হয়ে থাকতেন না তিনি শিরদাঁড়া উঁচু করে চলতেন সাহস এবং শক্তি নিয়ে প্রকৃত সত্য তথ্য শুধু সাহিত্যে নয় প্রতিদিনের কলামের মাধ্যমে জনসাধারণের মাধ্যমে কাছে উপস্থাপন করতেন। তিনি ছিলেন একজন সব্যসাচী লেখক।

সময় প্রকাশনীর স্বত্বাধিকারী ফরিদ আহমদ বলেন,শওকত ওসমানের কথা ও লেখায় শোষিত মানুষের মুক্তির কথা প্রকাশ পেয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী এবং ব্যাংক কর্মকর্তা মেরিন নাজনীন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.