ঢাকা: পুজো উপলক্ষে মাহবুবা ইসলাম সুমীর বিশেষ টেলিফিল্ম অন্যপুরুষ। কাহিনি সংক্ষেপ: বাংলাদেশ এর মেয়ে সুমীর বিয়ে হয় কোলকাতায় । স্বামী দেবদুত পেশায় একজন ডাক্তার পুজোর সময় বাংলাদেশ এর একজন নামকরা গায়ক ইমন কোলকাতায় বেড়াতে যায় স্ত্রী রিমঝিমকে নিয়ে। কলকাতায় গিয়ে অসুস্হ হয়ে পড়ে ইমন…এভাবেই কাহিনি চলতে থাকে।টেলিফিল্মটিতে অভিনয় করেছেন-চিত্র নায়ক ইমন, দেবদূত ঘোষ ও রিমঝিম ( কলকাতা ), রিটা হোসেন, মাহবুবা ইসলাম সুমী।
টেলিফিল্মটি চ্যানেল আইতে দেখা যাবে আগামী শুক্রবার বিকাল ০৩:০৫ মিনিটে।