ঢাকা : আগামী ২৬ অক্টোবর ফজলুল হক এর মৃত্যুবার্ষিকী।ফজলুল হক প্রয়াত হন ২০০৩ সালে, ২৬ অক্টোবর। জন্ম তাঁর বগুড়ায়।
একজন খ্যাতিমান সাংবাদিক। চলচ্চিত্রকার। আর প্রযোজক।
এই দেশে প্রথম চলচ্চিত্র পত্রিকা “সিনেমা”র সম্পাদক ছিলেন।
প্রথম শিশু চলচ্চিত্র “প্রেসিডেন্ট”-এর নির্মাণ করেন।
তাঁর স্ত্রী বিখ্যাত উপন্যাসিক রাবেয়া খাতুন।
পুত্র সন্তান মিডিয়া মোগল ফরিদুর রেজা সাগর।
কন্যা রন্ধন শিল্পী কেকা ফেরদৌসী।
জামাতা মুকিত মজুমদার বাবু। যিনি ‘প্রকৃতি ও জীবন’
উপস্থাপন করে আলোচিত ব্যক্তিত্ব।
ফজলুল হক প্রয়াত হন ২০০৩ সালে, ২৬ অক্টোবর।
এদিকে, ফজলুক হক ও রাবেয়া খাতুন দম্পতির বড় ছেলে ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বাবার নামে প্রতিবছর এই দিনে
ফজলুল হক স্মৃতি পুরস্কার-
প্রদান করেন। নিয়মিত আয়োজন করায় আপ্লুত বহু গুণীজন।
এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৪ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে গিয়াস উদ্দিন সেলিম এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলাউদ্দীন মাজিদ।
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২০ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়।