ঢাকা : প্রতি বছরের মতো এবারও ফজলুল হক স্মৃতি পুরস্কার-২০২৪ ঘোষণা করা হয়েছে। প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৪ পাচ্ছেন চলচ্চিত্র পরিচালক হিসেবে গিয়াস উদ্দিন সেলিম এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলাউদ্দীন মাজিদ।
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’ এর সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র প্রেসিডেন্ট এর নির্মাতা প্রয়াত ফজলুল হক স্মরণে গত ২০ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হয়।
আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যু দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।