মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

ক্ষমতায় গেলে শিক্ষকদের উদ্দ্যেশে ম্যাডামের ঘোষনা বাস্তবায়ন করবো : মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৫০ Time View

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বতীকালীন সরকারকে নির্বাচননের জন্য যৌক্তিক সময় দিবো। ক্ষমতায় গেলে শিক্ষকদের উদ্দেশ্যে ম্যাডামের ঘোষণা বাস্তবায়ন করবো।

শনিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।, বিশেষ অতিথি ছিলেন গান অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরু।

শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যাপক আবু সাঈদ সভা পরিচালনা করেন। সমাবেশ ১০ টায় আরম্ভ হওয়ার কথা থাকলেও সকাল ৬.৩০ হল এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের প্রাংগন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ৬৪ জেলার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। মুষলধারে বৃষ্টির মধ্যেও ছাতা মাথা নিয়ে ২ টি প্রজেক্টরে শিক্ষকরা নেতৃবৃন্দের বক্তব্য শোনেন।

দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে এই সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাঁরা সেই পর্যন্ত সময় দেবেন, যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে না পারে। যোগ্য মানুষ সরকারে কাজ করছেন। তবে কাজটা দ্রুত করার আহ্বান জানান তিনি।

প্রশাসনের মধ্যে স্বৈরাচারের ভূত বসে আছে, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের তাড়াতে না পারলে এই সরকার কোনো কিছু করতে সক্ষম হবে না।

মির্জা ফখরুল বলেন, জাতীয়করণ হলেই শিক্ষকদের সব সমস্যার সমাধান আসবে না। শিক্ষার মান বাড়াতে হবে, যোগ্য মানুষকে নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, শিক্ষকদের দলকানা হলে চলবে না। তাঁদের দলীয় রাজনীতি থেকে একটু দূরে থাকতে হবে।

বিএনপি নিয়ে সমালোচনা প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, যারা দুর্নীতি করে, যারা চাঁদাবাজি করে, জমি দখল করে, তারা বিএনপির লোক নয়, তারা দুর্বৃত্ত। দল থেকে কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দেশে নতুন সম্ভাবনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিবর্তন আনার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে।

গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হকসহ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদ, জাকির হোসেনসহ বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন, চাকুরী জাতীয়করন অবিলম্বে ঘোষনা দিতে হবে, ম্যানেজি কমিটি,গভর্নিং বডি বাতিল, দূর্নীতিবাজ, ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে প্রত্যাতার করতে হবে।

৩০ ডিসেম্বরের মধ্যে চাকুরী জাতীয়করণের ঘোষনা না দিলে ২০ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে লক্ষাধিক শিক্ষকের সমাবেশ হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে সকল জেলা উপজেলা পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.