ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকটি হয়। এতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অংশ নেন।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণের শেষে দেশে ফেরার পর আজ উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হলো।
প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান প্রধান উপদেষ্টা। জাতিসংঘে ভাষণ এবং বিভিন্ন দেশ-আন্তর্জাতিক সংস্থার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশে ফেরেন তিনি।
এদিকে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আগামী শনিবার (৫ অক্টোবর) সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন উপদেষ্টারা। যা গতকাল বুধবার জানানো হয়।