‘হারল্যান’র সৌজন্যে অনুষ্ঠিত হলো ‘বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার-২০২৪’
ঢাকা : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার’।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে অনুষ্ঠিত হয় হারল্যান এর সৌজন্যে ‘বিউটি কনফারেন্স এন্ড গেট টুগেদার’। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল রিমার্ক হারল্যান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা পূজা চেরি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন, নাযাহ্ হাকিম এবং বিউটি ইন্ডাস্ট্রির সেলিব্রিটি মডেলরা।
মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা এবং সভাপতি মেকআপ শিল্পী এবং শিক্ষাবিদরা দেশের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন। আর এই অনুষ্ঠানেই অংশগ্রহণ করেন পূজা চেরিসহ মডেলরা।
“বিউটি কনফারেন্স ও গেট টুগেদার ২০২৪” শীর্ষক এই অনুষ্ঠানে বাংলাদেশের বিউটি সেক্টরের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন দেশের স্বনামধণ্য মেকআপ আর্টিষ্ট ও সেলুন মালিকগন।
“কোয়ালিটি বিউটি” শ্লোগান দিয়ে ২০১৭ সালে এর যাত্রা শুরু হয়। যার প্রতিষ্ঠাতা ও সভাপতি “সাহিদা আহসান”। যিনি আন্তর্জাতিক সনদ ও পুরষ্কার প্রাপ্ত।
MABBAB এর শ্লোগান যেহেতু “কোয়ালিটি বিউটি” তাই কোয়ালিটি প্রডাক্ট সংগ্রহ করা খুবই জরুরী, কোয়ালিটিফুল এবং অথেনটিক প্রডাক্ট মানেই হারল্যান। দেশের বিউটি সেক্টরের কোয়ালিটি প্রডাক্ট এর চাহিদা পূরনের লক্ষে হারল্যান উৎপাদন ও সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে। যা বিউটি সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। কোয়ালিটি প্রডাক্ট ও স্কিলড আর্টিষ্ট এই দুই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে হারল্যান এবং MABBAB একই প্লাটফর্মে কাজ করে যাব।