নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদে এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর শুক্রবার এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এসএসসি’৮৬ ব্যাচের শতাধিক বন্ধু পল্লীমা সংসদে গান, আড্ডা, নাচ, কৌতুক ও স্মৃতিচারণে মেতে থাকেন। প্রায় ৩৬ বছর পর একে-অপরের সাথে দেখা হয়।
বিকাল তিনটায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রয়াত মুক্তিযোদ্ধা ও সহপাঠিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সারামনি সারা স্বাগত বক্তব্য রাখেন। পরে ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন কমিটির আহবায়ক সেলিম খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের ঢাকা-১৬ আসনের সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ। সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুমায়ুন কবির। রেজিস্ট্রেশনে ছিলেন মহিন ও নাসির। খাদ্যে কামাল। গিফট এ প্রিন্স ও জুয়েল।
সঙ্গীত পরিবেশন করেন, ইলিয়াস উদ্দিন মোল্লা, বাবু মোস্তফা, রাম মিত্র, সানা রহমান প্রমুখ। কবিতা আবৃত্তি করেন, রোকেয়া চৌধুরী বেবী, পাভেল রেজা, ঝর্না রাব্বানী।