ইব্রাহিম হাসান (হাসনাইন) :
উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের জন্মদিন উপলক্ষে আজ রাতে উত্তরা বিএনএস সেন্টারের পিছনে অবস্থিত রেস্টুরেন্ট রেড চিকেন-এ কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাইফুর নূর শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির, সোহেল রানা, শাহীন মির্জা, সিকান্দার আলী আকন্দ প্রমুখ।
কেক কাটার পর সংক্ষিপ্ত এক আলোচনায় উত্তরা প্রেসক্লাবের অতীত অর্জন, ভবিষ্যৎ লক্ষ্য ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন। সকলেই প্রেসক্লাবের উত্তরোত্তর সফলতা ও ঐক্যবদ্ধ সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ভোজের আয়োজন করা হয়।