মনিরুল ইসলাম : একটা দারুণ মুহূর্ত। একটি ভিডিও থেকে দেখা যায় সেই মুহুর্তটি। যা এখন ভাইরাল। বেগম খালেদা জিয়া প্রথমে বুজতেই পারেননি তারেক রহমান তাঁকে জড়িয়ে ধরেছেন। তিনি জানতে চাইলেন “এটা কে”? পরে আরাফাত রহমান কোকোর স্ত্রী বলে দিয়েছেন ‘ভাইয়া’ অর্থাৎ তারেক রহমান। তখন খালেদা জিয়া আনন্দ উল্লাস মায়া মমতা সূলভ “আরেএএএ” শব্দে পুত্র স্নেহ গ্রহণ করেন! খুবই অসাধারণ একটা মুহূর্ত। যা মাছরাঙা টিভির এই ফুটেজ থেকে দেখা যায় ওই মুহূর্তটি।
সাড়ে ৭ বছর পর মা- ছেলের সম্মুখে সাক্ষাৎ। এদিকে, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্স লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা। এছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ জ্যেষ্ঠ নেতারা তাকে বিদায় জানান।