ঢাকা : চ্যানেল আইয়ে প্রচারিত অচেনা মাইক্রোফোন অনুষ্ঠানে এ পর্বের অতিথি শিল্পী বিশ্বাস।
তিনি সহজাত শিল্পী হলেও তার বাবা ছিলেন বাউল। বাবার গান শুনে শুনেই শিল্পী আগ্রহী হন এবং একা একাই গুনগুনিয়ে গানের চর্চা অব্যাহত রাখেন। এক পর্যায়ে ঢাকায় এসে বিয়ে করেন স্বামী তবলা বাদক রতন ঘোষকে।
এরপর শিল্পীকে আর পেছনে তাকাতে হয়নি, নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করেন তার গান এবং রাতারাতি প্রথম গানটি ভাইরাল হয়ে পড়ে। এভাবে একের পর এক গান জনপ্রিয়তা পায়।
অনুষ্ঠানে গানের পাশাপাশি উঠে আসে শিল্পী বিশ্বাসের কণ্ঠশিল্পী হয়ে ওঠার গল্প। সেহাঙ্গল বিপ্লবের পরিচালনায় অচেনা মাইক্রোফোনের
এই পর্বটি প্রচার হবে আগামী শনিবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে চ্যানেল আইয়ে।