ঢাকা : আগামী ১৫ নভেম্বর রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম শপিং ব্র্যান্ড চায়না মার্টের দ্বিতীয় শাঁখা। এর আগে ২০২২ সালে ঢাকার নিউ মার্কেটে এর প্রথম আউটলেট চালু হয়। তবে এবার জমকালো আয়োজনে ব্রান্ডটি দ্বিতীয় শাঁখার উদ্বোধন করতে যাচ্ছে। এতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন চিত্রনায়িকা পরীমনি, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার এডলফ খান, ইনফুয়েন্সার বারিশা হক অভিনেতা ডি. এ তায়েব সহ আরও অনেকেই। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন চায়না মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আদিল খান।