সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
আ.লীগকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া হবে না: আখতার হোসেন সাধারণ মানুষ সংস্কার কী বোঝে না: মির্জা ফখরুল স্বরাষ্ট্র সচিব হলেন নাসিমুল গণি তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন : আতিকুর রহমান রুমন রাউন্ড টেবিল, নতুন টক শো, বুধবার চ্যানেল আইতে প্রচারিত হবে দেশে সুষ্ঠু রাজনৈতিক প্রতিযোগিতা ফিরিয়ে আনতে হবে: মুহাম্মদ শাহজাহান পতিত” আওয়ামী স্বৈরাচারী শাসন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে : আমিনুল হক আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে ঐকমত্য আমরা এমন সমাজ চাই যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না: মোহাম্মদ সেলিম উদ্দিন মতিঝিল সরকারী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী আগামী ১৭ ও ১৮ জানুয়ারি

সাবেক এমপি শম্ভু ঢাকায় গ্রেফতার

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২২ Time View

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য শম্ভুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ অন্যান্য বিষয়ে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি পঞ্চমবারের মতো সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে বিভিন্ন নাশকতার মামলায় রাজধানী ঢাকাসহ সারা দেশে অভিযান চালিয়ে পুলিশ ৭৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের প্রায় সবাই আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে আটক করা হয়েছে। যুগান্তর স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

কেরানীগঞ্জে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আটক: কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএ) আব্দুল মতিনকে (৫০) আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ভোরে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাড়িটি মতিনের স্ত্রীর নামে কেনা। আব্দুল মতিন বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চরখাকাকাটা গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।

খিলগাঁওয়ে আ.লীগের ৩ নেতা গ্রেফতার: বৈষম্যবিরোধী আন্দোলনে ১৯ জুলাই রাজধানীর বনশ্রীতে মেডিকেল টেকনিশিয়ান সৈয়দ নাজমুল হাসান (২৩) হত্যা মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। তারা হলেন-খিলগাঁও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বাবুল ওরফে কসাই বাবুল, খিলগাঁও শান্তিপুর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মুকুল ও পল্টন থানা ছাত্রলীগের সাবেক সম্পাদক ফাহাদ উল্লাহ। রোববার রাত ও সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।

কলাবাগানে আ.লীগের দুই নেতা গ্রেফতার: রাজধানীর কলাবাগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কাউছার হাওলাদার (৫৫) ও হাসান আল-রোমান (৩২)। কাউছার কলাবাগান থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হাসান নিউ মডেল ডিগ্রি কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি। রোববার রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে কলাবাগান থানা পুলিশ।

কুষ্টিয়ায় আ.লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেফতার: কুষ্টিয়ার ছয় উপজেলায় তিন দিন ধরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা অধিকাংশ বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি। গ্রেফতারদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় পাঁচজন, ইবি থানায় ৯ জন, ভেড়ামারা থানায় তিনজন, মিরপুরে পাঁচ, খোকসা থানায় আটজন এবং কুমারখালী থানার তিনজন রয়েছেন। গ্রেফতাররা হলেন-বদরুদ্দোজা মিয়া চুন্নু, ময়েন উদ্দিন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ উজ্জল ও রুবেল হোসেন। খোকসা উপজেলায় আমিরুল ইসলাম, সামসুজ্জামান ওরফে দীন মেলেটারী, মাহাতাব উদ্দিন, আব্দুল খালেক, মোজাইদুল ইসলাম বাবলু, কাউছার প্রামানিক, রবিউল ইসলাম ও অলিউজ্জামান রহমান পিয়ার। কুমারখালী উপজেলায় মনোয়ার হোসেন লালন, আব্দুল ওহাব, মো. আলাউদ্দিন। ভেড়ামারা উপজেলায় সাহাবুল ইসলাম লালু, শফিকুল ইসলাম শফি, মানিক মিয়া।

জামালপুরে অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন গ্রেফতার: জামালপুর সমিতি ঢাকার অপসারিত মহাসচিব অবসরপ্রাপ্ত গ্র“প ক্যাপ্টেন শফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে জামালপুর সদর থানা পুলিশ। সোমবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়। ৩ আগস্ট জামালপুর শহরে ছাত্রদের উপর হামলাকারী শফিকুল ইসলাম ৫ আগস্টের পর দেশে-বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।

রাজশাহীতে গ্রেফতার ১৪: রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ে বিস্ফোরক মামলার ১৪ আসামিকে গ্রেফতার করেছে আরএমপির বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা ৫ আগষ্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামি বলে আরএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। গ্রেফতাররা হলেন-আল আমিন জয় (২৬), আনারুল হক (৪৫), আতিকুর রহমান (২৬), মজিবর রহমান (৬০), রবিউল ইসলাম রবিন (২৯), আলমগীর হোসেন (৩৫), রাকিব হোসেন (৩০), সজিব আলী (২২), সাব্বির হোসেন আলিফ (২৩), এনামুল (৩৯), তানজিদ ইসলাম সোহান (২৩), সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম পচা (৫০), বিপুল কুমার সরকার (৪৬), তাসনিমুল নাঈম (২৭)। গ্রেফতাররা প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বলে জানা গেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর গ্রেফতার: কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মাহাবুবুর রহমান পলাশ (৫০) কে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। রোববার দুপুরে পৌরসভার বিনোদপুর এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি জানান রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার চার: ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ৪ নেতা-কর্মীকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী। গ্রেপ্তাররা হলেন শহরের কান্দিপাড়ার বাসিন্দা ও ওলামা সমন্বয় পরিষদের সভাপতি ক্বারী আনাছ মিয়া (৫৫), পৌর এলাকার শিমরাইল কান্দির বাসিন্দা, জেলা ভ্যান রিকশা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক দুলাল মিয়া (৪৮), সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের বাসিন্দা ও সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শওকত মিয়া (২৭) ও ৪নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়া (৩৫)।

বাগেরহাটে গ্রেফতার চার: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদউদ্দিন আহাম্মেদসহ ৪ নেতাকর্মীকে রোববার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে ৪ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র-জনতার উপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেনÑবাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদউদ্দিন আহমেদ, পৌরসভার ৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তš§য়ের এপিএস রেদওয়ান আহমেদ চয়ন ও কুট্টি খান।

গৌরনদী: বরিশালের গৌরনদীতে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলুকে রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.