ঢাকা : কবির আমাদের মতই একজন সাধারণ মানুষ।সবার মধ্যেই কিছু কনফিউশান থাকে কিন্তু কবিরের মাঝে বিভ্রান্তি বেশি।
যেটা তার পরিবারের স্ত্রী এবং মা জানেন । বাহিরের মানুষ গুলো তাকে অনেক বিদ্রুপ করে। এই বিভ্রান্ত যার মধ্যেই আছে তার জীবনে ভয়ানক পরিনতি হতে পারে। ঘটেও যায়!! কবিরের এই কনফিউশান নিয়েই নাটক “কনফিউজ কবির “।
নাটকটির রচনা করেছেন হিরন জামান।
পরিচালনা দীন মোহাম্মদ মন্টু।
অভিনয় শিল্পীরা হলেন, সাইয়েদ জামান শাওন
ইফফাত আরা তিথী,মিলি বাসার,অনুভব মাহবুব।
নাটকটি নিয়ে পরিচালক দীন মোহাম্মদ মন্টু বলেন, নাটকটি আশা করি দর্শকদের ভালো লাগবে। আর আমি সবসময়ই ভিন্ন কিছু। ভিন্ন বিষয় নিয়ে নাটক করে থাকি। এবারও এর ব্যতিত্রুম হয়নি।