বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরী, তার পুত্র শামীর কাদের চৌধুরীসহ চার নেতাকে শোকজ করেছে বিএনপি। তাদের বিরুদ্ধে ধনী ব্যবসায়ীদের তালিকা তৈরি করে চাঁদা আদায়সহ পাঁচ অভিযোগ করা হয়। ৫ নভেম্বর রাতে পৃথকভাবে শোকজ চিঠি ইস্যু করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী তিন দিনের মধ্যে তাদের শোকজের জবাব দিতে নির্দেশনা প্রদান করা হয়। গিয়াস কাদেরকে করা শোকজ চিঠিতে উল্লেখ করা হয় বিএনপি গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ধনী ব্যবসায়ীদের তালিকা তৈরি করে চাঁদা আদায়, চাঁদা না পেয়ে সিআইপি ইয়াসিনের বাড়ি পুড়িয়ে দেওয়া, সিআইপি মো. ফোরকানের কাছ থেকে চাঁদা না পেয়ে শারীরিক নির্যাতন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি ধৃষ্টতাসহ পাঁচ অভিযোগ আনা হয়।
এ ছাড়া গিয়াস কাদেরপুত্র শামীর কাদের চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে শোকজ করা হয়। তাদেরও তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়। গিয়াস কাদেরকে শোকজের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি বিএনপির সিনিয়র কোনো নেতা। শোকজের বিষয়ে জানতে গিয়াস কাদের চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।