ঢাকা: ২০০৬ সালের ২৮ অক্টোবর, ২০০৯ সালের পিলখানা,৫ মে ২০১৩ শাপলা চত্বরে এবং ২০২৪ সালের জুলাই মাসে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা বায়েক ইউনিয়নের উদ্যোগ আজ সোমবার বেলা ২টায় নয়নপুর বাজারে এক গণসমাবেশ ইউনিয়ন সভাপতি আলী আশরাফের সভাপতিত্বে এবং নুরে আলম সিদ্দীকি ও জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বি-বাড়ীয়া জেলা আমীর গোলাম ফারুক,বিশেষ অতিথি ছিলেন বি-বাড়িয়া জেলা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন বি-বাড়ীয়া জেলা শিবির সভাপতি আতিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সেক্রেটারি শিবলী নোমানী,সাবেক শিবির সভাপতি নুরুল আমিন, গোলাম সারওয়ার, মাসুদুর রহমান, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ, সেক্রেটারি জাহিদ হাসান, জামায়াত নেতা জামাল মিয়া,হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের সময়টা ছিলো আইয়ামে জাহিলিয়াতের মতো। ১৭টি বছর তারা গণহত্যা চালিয়ে মানব সভ্যতার ইতিহাসে এক ঘৃণিত অধ্যায়ের সৃষ্টি করেছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।