ঢাকা : শিক্ষক- কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ বিএনপির অধ্যক্ষ মেঃ সেলিম ভূঁইয়া বলেছেন, জননেতা, রাস্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অন্তর্বতীকালীন সরকারকে সহযোগিতা করছি।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রনালয়,অধিদপ্তর, বোর্ড থেকে দূর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার করে নিন। যারা ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের আমলে এইসব প্রতিষ্ঠান লুটেপুটে খেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতি আর অনিয়মের সাথে যারা জড়িত তাদের রক্ষা নেই।
শুত্রুবার জাতীয় প্রেস ক্লাবে কিন্ডারগার্টেন শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মেঃ সেলিম ভূঁইয়া এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন শেখ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত মহাসচিব শিক্ষক- কর্মচারী ঐক্য জোটের মো জাকির হোসেন, আকন কুদ্দুসুর রহমান,অধ্যক্ষ মো আলমগীর হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, মো আরিফুর রহমান তুহিন প্রমুখ।
অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া বলেন, কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ড,সহজীকরন নিবন্ধন, ৫ম ও ৮ম শ্রেনীতে সরকারি বৃত্তির ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ছাত্র – জমতার আন্দোলনে আমাদের শিক্ষক সমাজ অবদান রেখেছে। ছাত্রদের পাশে থেকেছে। এই শিক্ষকরা ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে বেশি বঞ্চিত হয়েছে। তাদের দাবি দাওয়া মানা হয়নি। চাকরি জাতীয়করণের দাবি উপেক্ষা করেছে।