ঢাকা : বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষক সমাজের সমস্যার সমাধান হবে। আগামী নির্বাচনে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ফ্যাসিষ্ট পতিত স্বৈরাচারী আওয়ামীলীগের সরকার বিগত ১৫ বছর শিক্ষক সমাজের কল্যাণে কোন কাজ করেনি। শুধু দুর্নীতির মাধ্যমে শিক্ষা সেক্টরকে ধব্বংস করে দিয়েছে।
শুত্রুবার মাদারীপুরের শিবচরে শিক্ষক সমাজের এক সমাবেশে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এসব কথা বলেন। বক্তব্য রাখেন জোটের মহাসচিব মো জাকির হোসেন, অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপি সবসময় শিক্ষক বান্ধব। আগামীতে বিএনপিতে ক্ষমতায় গেলে শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হবে বলে দেশনেত্রী ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন। শিক্ষকসমাজের এই দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।।