ঢাকা : বৌদ্ধদের নতুন সাংগঠনিক মোর্চা ‘ বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষা কমিটি’র নামে আত্মপ্রকাশ করেছে।
আজ শনিবার বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ( সাগর – রুনি) হলে বৌদ্ধদের নেতৃত্বদানকারী বৌদ্ধ সংগঠেনের সমন্বয়ে একটি কেন্দ্রীয় মোর্চার আত্মপ্রকাশ ঘটে।
‘’বাংলাদেশ বৌদ্ধ সমাজ সুরক্ষাকমিটি’ ( Bangladesh Buddhist Community Protection Committee) এর আত্মপ্রকাশ এই অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ বুদ্ধানন্দ মহাথেরোর হঠাৎ অসুস্থতার কারণে সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান পি আর বড়ুয়া (অবসরপ্রাপ্ত পুলিশের ডিআইজি) এতে সভাপতিত্ব করেন।
নব গঠিত এই কমিটির পরিচিতি লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য ; দেশের বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ নিয়ে বৌদ্ধদের উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ এবং শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁদের অভিব্যক্তি- সংগঠনের মুখপত্র, সদস্য সচিব বৌদ্ধনেতা ও মানবাধিকার কর্মী অশোক বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন। তিনি সাংবাদিকদেরও বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে, সরকারের নিকট বৌদ্ধদের দীর্ঘদিনের প্রাণের দাবী প্রবারণা পূর্ণিমা দিবসে সরকারি ছুটির জোর দাবী জানানো হয়।
সে সঙ্গে তাঁদের বৃহৎ ধর্মীয় উৎসব প্রবারণা ও শুভ কঠিন চীবর দানসহ ধর্মীয় উৎসবগুলো যাতে নিরাপদে নির্বিঘ্নে পালন করতে পারেন তজ্জন্য সরকার ও ধর্মমত নির্বিশেষে স্হানীয় সবার সহয়োগিতা কামনা করেন।
তাঁরা বলেন, , ২০১২ সনের ২৯ ও ৩০ ডিসেম্বর রামু ও দেশের দক্ষিণঞ্চলে সাম্প্রদায়িক ভয়াবহ হামলায় ২৫টি বৌদ্ধ বিহার ও অর্ধশতাধিক বৌদ্ধদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্টানে অগ্নিসংযোগ , লুটপাট, ধংস করা হয়। এ ঘটনার ১২ বছর গত হলেও আজও তার বিচার হয় নি।
সুরক্ষা কমিটি চট্টগ্রামে সম্প্রতি চট্টগ্রামের লোহাগড়া থানায় একটি বৌদ্ধ শ্মশান দখলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সভায় মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইসচেয়ারম্যাল যথাক্রমে প্রফেসার ডা. অসীম রঞ্জন বড়ুয়া, মি. মি. স্বপন চৌধুরী বড়ুয়া, মি. চিন্ময় বড়ুয়া রিন্টু ও সমন্বয়ক ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু। সভায় নেত্রসেন বড়ুয়া, মি. রঞ্জিত বড়ুয়া, মি. বিমান বিহারী চৌধুরী, কর্ণেল ( অবঃ) সুমন কুমার বড়ুয়া, মি. কিশোর কুমার বড়ুয়া। সুধীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব প্রশান্তভূষণ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত টীফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী জ্যোতিবিকাশ বড়ুয়া, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজি অমূল্যভূষণ বড়ুয়া । সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ড. সুমন বড়ুয়া, ড.নিরু বড়ুয়া, হিমাদ্রি বড়ুয়া হিমু, রূপায়ন বড়ুয়া, অনুপম বড়ুয়া, স্বপন সিংহ, কিরন্ময় বড়ুয়া, কাজল বড়ুয়া, পলাশ বড়ুয়া প্রমূখ।