ঢাকা : আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টসের সামনে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম (৩৫)। তিনি মাস্কট গার্মেন্টসের শ্রমিক ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাস্কট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পাশের দু’টি গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ বাঁধে। এতে রোকেয়া বেগম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।’
খোঁজ নিয়ে জানা যায়, মাসকট গার্মেন্টস শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ছিল। আজ সকালে বন্ধ কারখানার ফটকে মাসকটের শ্রমিকেরা অবস্থান নেন। পরে শ্রমিকেরা পাশের সাউদার্ন ও রেডিয়েন্স গার্মেন্টসে হামলা করেন। এরপর সাউদার্ন ও রেডিয়েন্সের শ্রমিকদের সঙ্গে মাসকটের শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মাসকটের শ্রমিক রোকেয়া বেগম মারা যান।
শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, মাসকট গার্মেন্টসের সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শ্রমিক।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে এক শ্রমিক মারা যান। তাঁর লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এ ছাড়া দুজন আহত শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। এর বাইরেও আহত আছে।
ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। শিল্পাঞ্চল দুটির অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত রোববার শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে দুই ডজন কারখানা বন্ধ ও ছুটি ছিল। গতকালও শিল্পাঞ্চল দুটি শান্ত ছিল।