ঢাকা, ডেক্স : বাংলাদেশ শিক্ষক- কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অর্ন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের আগে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনের ঘোষণা দিন। শিক্ষা প্রতিষ্ঠানে আওয়ামী লীগের কমিটি বাতিল করুন। দূর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ করুন।
শনিবার টাংগাইলে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এই দাবি জানান।
তিনি বলেন, বিগত ১৫ বছর শিক্ষকসমাজ নানা ভাবে অবহেলিত ছিলো। আওয়ামীলীগের দলীয় শিক্ষকদের অত্যাচার আর নির্যাতনে তারা দুর্বিষহ জীবন- যাপন করেছেন। কথায় কথায় যোগ্য ও দেশপ্রেমিক শিক্ষকদের চাকরীচ্যুতি করা হয়। নানাভাবে হয়রানির শিকার হন।
তিনি বলেন, ছাত্র – জনতার গণঅভ্যুত্থানে আজ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এখন আর অন্যায় সহ্য করা হবে না। দীর্ঘদিন ধরে বেসরকারী শিক্ষক – কর্মচারীরা তাদের চাকুরী জাতীয়করনের দাবিতে আন্দোলন – সংগ্রাম করছে। এই দাবি আদায়ে অনেক শিক্ষক- কর্মচারী কারাবরণ করেছেন। আওয়ামী ফ্যাসিষ্ট সরকার মামলা দিয়ে কারাগারে আটক করে রেখেছে। আমি নিজও বারবার কারাগার বরন করেছি। আজ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে শিক্ষক- কর্মচারীদের ন্যায় সংগত দাবি মেনে নেবার দাবি জানাচ্ছি।
সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক এ কে এম আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি, মাওলানা দেলোয়ার হোসেন সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি। বক্তব্য রাখেন অন্যান্য শিক্ষক নেতারা।