ঢাকা : স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে শোকজ করেছে বিএনপি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কক্সবাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহার নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের কাছে।
অপরদিকে বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলিপ কুমার আগারওয়ালার সঙ্গে বৈঠক নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চাওয়া হয়েছে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের কাছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দুই নেতার কাছে ব্যাখ্যা চায় দলটি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।