রাশিয়া থেকে পেট্রোল ও জ্বালানি তেল আমদানি করার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সামরিক সরকার। বাড়তে থাকা জ্বালানির দাম কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনা মুখপাত্র।
ইউক্রেনে সেনা অভিযানের পরও রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে মিয়ানমার।
সামরিক মুখপাত্র জ মিং তুন বলেন, ‘রাশিয়ার কাছ থেকে পেট্রোল আমদানি করার অনুমতি আমরা পেয়েছি।’ তার দাবি, কম দাম আর ভালো মানের জন্য তারা রাশিয়ার জ্বালানি বেছে নিয়েছেন।
আগামী সেপ্টেম্বর মাস থেকে রাশিয়ার তেল মিয়ানমারে পৌঁছতে শুরু করবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। গেল মাসে রাশিয়ার সফরের সময় তেল গ্যাস নিয়ে আলোচনা করেছিলেন মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাং। বর্তমানে সিঙ্গাপুর হয়ে জ্বালানি আমদানি করছে মিয়ানমার। সূত্র: রয়টার্স