ঢাকা: জি. এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শের সাথে বেইমানি করেছে। নির্বাচনী পোষ্টারে জাতীয় পার্টি মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত লেখার পর তাদের নিজেদেরকে জাতীয় পার্টির নেতা হিসাবে পরিচয় দিলে আওয়ামী লীগ সহ সকল স্তরের জনগণ বিব্রত হয়। তারা দলকে, জাতীয় পার্টির রাজনীতিকে কবরের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
সোমবার ১ জানুয়ারি জাতীয় পার্টির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগন উপরিউক্ত বক্তব্য রাখেন।
জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সম্মানিত সদস্য সচিব, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ¦ গোলাম মসীহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি রাহ্গির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)-এমপি। সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক দেলোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক- এস. এম আলম, অধ্যাপক ইকবাল হোসেন রাজু।
অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুর মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ ই¯্রাফিল মিয়া।
সভায় আরো বক্তব্য রাখেন- সাক্ষাওয়াত হোসেন, মজিবুর রহমান মুজিব, নাসির উদ্দীন মুন্সী, মনোয়ারা তাহের মানু, শারমিন পারভিন লিজা, তাহেরা মোশাররফ শোভা, হাসনা হেনা, সবুজ সিকদার, কেয়া চৌধুরী, তৌহীদুর রহমান খান, কবি ইউনুস ফার্সি, বীরমুক্তিযোদ্ধা কেফায়েতুল্লা নজিব, শওকত হোসেন বাবুল, আজিম গোলদার, এম. এ সালেহ চৌধুরী, শাহিন আলম, ওয়াদুদ সরকার, হাজী ওয়াহিদুল ইসলাম রানা, শ্রমিক নেতা-এখলাস খান, আবদুল হাই, মাহবুবুর রহমান তাঁরা, মরিয়ম ও প্রমুখ।
বিজ্ঞপ্তি