জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃতুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় বিভিন্ন শাখা ছাত্রলীগের আরও ৩৯ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় সাত ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। সংগঠনের আদর্শ পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্রলীগ নেতারা।
গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ নেতাকর্মীকে বহিষ্কারের তথ্য জানানো হয়। এর আগে বুধবার বিকেলে একই অপরাধে ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। দুই দফায় জেলা ছাত্রলীগ ১৭ নেতাকর্মীকে বহিষ্কার করল।
দ্বিতীয় পর্যায়ে বহিষ্কৃতরা হলেন– সরাইল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির খন্দকার, একই উপজেলার শাহবাজপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক সোহাগ নিয়ামুল ও সদস্য আজহার উদ্দিন, কসবা উপজেলার মেহারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহরাফ ইসলাম, খাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দিপু মিয়া ও খাড়েরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য আসিফুল আলম, কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম হাছিব, কসবার বিনাউটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সৈকত আলী, নবীনগরের বড়াইল ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মমিন সরকার ও আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আমিন সুমন।
জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির সই করা পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না– তার উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে জেলা ছাত্রলীগের দপ্তর সেলে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
সাময়িক বহিষ্কৃতরা হলেন– ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখার সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী আব্দুল কাইয়ুম, জয় মামুন, গাইবান্ধা ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়নের সহসভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়নের সহসভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা সমাজসেবা সম্পাদক ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ ও শোয়াইব ইসলাম, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখার সহসভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়নের দপ্তর সম্পাদক বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি পৌর শাখার ১ নম্বর ওয়ার্ড শাখা সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার ২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সাইম কবির, বকশিগঞ্জ উপজেলা যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ির সাংগঠনিক থানা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন– পলাশ থানা ছাত্রলীগের সহসভাপতি মো. নাদিম মিয়া ও একই থানার জিনারদী ইউনিয়নের সহসভাপতি হাফিজুর রহমান অপু, মাধবদী থানা শাখার সহসভাপতি সুজন ভূঁইয়া ও একই থানার পাইকারচর ইউনিয়নের সহসভাপতি শরীফুল ইসলাম শরীফ, মনোহরদী থানার কৃষ্ণপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক জে এস জুনাইদ এবং বেলাব থানার নারায়ণপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সাকিব আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামেদ হুসাইন মেহেদী ও সাধারণ সম্পাদক রেমি হাসান ইমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়। একই ঘটনায় লোহাগাড়ায় এখন পর্যন্ত ১৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হলো। অব্যাহতি পাওয়া নেতারা হলেন– বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. ইরফান, সাংগঠনিক সম্পাদক মো. বাইজিদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমন চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক শাহরিয়া আলম, উপক্রীড়া সম্পাদক মো. কায়েস ও উপদপ্তর সম্পাদক মো. ইরফান। এর আগে গত মঙ্গল ও বুধবার লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিনজন এবং আধুনগর ইউনিয়ন ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে বুধবার সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়। তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন– তালা উপজেলা শাখার সহসভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম এবং সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবির।
বুধবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ তারেককে অব্যাহতি দেওয়া হয়। তবে মোহাম্মদ তারেক দাবি করে বলেন, আমার ছবি ব্যবহার করে একটি ভুয়া আইডি থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমাকে ফাঁসাতে এমন অপপ্রচার চালানো হয়েছে।
এদিকে সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় পাবনার চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলতি এইচএসসি ও সমমান পরীক্ষায় তাকে চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তদারকি কর্মকর্তার দায়িত্ব থেকে বৃহস্পতিবার অব্যাহতি দেওয়া হয়।
একই অভিযোগে চট্টগ্রামে আবু ছালেহ মু. যোবায়ের নামে এক মাদ্রাসা শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ইবতেদায়ি শিক্ষক (গণিত) পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন। গত বুধবার থেকে ওই শিক্ষককে অব্যাহতি দেওয়া হলেও বৃহস্পতিবার জানাজানি হয়।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, জেলা ও উপজেলা প্রতিনিধি) সুত্র: সমকাল