ঢাকা: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুকে সভাপতি হিসেবে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় নেতারা গণভবনে গেলে শেখ হাসিনা এ ঘোষণা দেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, গত কাউন্সিলে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছিলেন আমাদের নির্মল রঞ্জন গুহ। এত তাড়াতাড়ি তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর থেকে সাচ্চু ভারপ্রাপ্ত সভাপতি। আজকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাকে ভারমুক্ত করে দিলাম। আজ থেকে সাচ্চু স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।