মনিরুল ইসলাম: মালদ্বীপের মালে ত্রুিকেট ষ্টেডিয়াম মাতালেন কন্ঠশিল্পী তানিশা খান। গানের সাথে নেচে- গেয়ে এনজয় করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। বাংলা গানের মূর্চনায় মেতে উঠেন বাঙালি আর মালদ্বীপবাসী। বাংলাদেশের সংগীতে মুগ্ধ হয়েছেন ষ্টেডিয়ামে ২০ হাজারের বেশি দর্শক। কুমিল্লা বিভাগ বাস্তবায়নে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কালচারাল নাইট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ফ ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াল এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
মঞ্চের আলো-আঁধারিতে আর শিল্পীর গায়েকিতে কালচারাল নাইটটি পায় একটি ছন্দ। এমনটিই জানালেন কন্ঠশিল্পী তানিশা খান। জানান, নান্টু ঘটকের কথা শুইন্না… গানটি শুরু করতেই সমসুরে জাগিয়ে উঠে পুরো ষ্টেডিয়াম। একের পর এক গান পরিবেশন করেন তানিশা খান। আর দর্শকরা গানের উন্মাদনায় মেতে থাকেন।
সংগীতশিল্পী তানিশা খান। এক দশক আগে থেকেই সঙ্গীতে পদচারনা শুরু। গানকে ভালোবেসেই এ জগতে আসেন তানিশা খান।
কোভিড-১৯ মহামারির কারণে স্টেজ শো থেকে বিরত থেকেছেন তিনি। আবার শুরু করলেনস্টেজ শো পারফর্মেন্স। শুরুটা এবার করলেন তানিশা খান মালদ্বীপে। ‘বাংলাদেশ কালচারাল নাইট ২০২২’ এ স্টেজ শো করতে গিয়েছল। মালে ত্রুিকেট ষ্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯ টায় স্টেজ শোতে অংশ নেন জানালেন তানিশা খান।
প্রসঙ্গত, একক মৌলিক গানের পাশাপাশি দ্বৈত গানেও রয়েছে তার দক্ষতা এবং দর্শকপ্রিয়তা। দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সাথে দ্বৈত গান করার পাশাপাশি নিজের একক মৌলিক গান দিয়ে শ্রোতা দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তানিশা। নতুন গান নিয়েও রয়েছে তার ব্যস্ততা।
এদিকে, সম্প্রতি প্রথমবার সিনেমার প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন তানিশা খান। সিনেমার নাম ‘পতন’। সিনেমাটি পরিচালক মিজানুর রহমান শামীম। গানের শিরোনাম ‘আঠারো হাজার মাখলুকাত’। এটি লিখেছেন মিজানুর রহমান শামীম। সুর করেছেন টিটন মামা। সংগীতায়োজন করেছেন সুজন আনসারী। গানটিতে তানিশার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি।
আজ রোববার ২ অক্টোবর দেশে ফিরছেন তানিশা খান।