নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের নবনিযুক্ত ছয়জন সদস্যের শপথ গ্রহণের আগেই তাদের নিয়োগ বাতিল করার পক্ষে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’। সোমবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, সরকার গত ২ জানুয়ারি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে ৬ জন নতুন সদস্য নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু, নবনিযুক্ত ছয়জনের প্রত্যেকের বিরুদ্ধে স্বৈরাচারের দোসর/সুবিধাভোগী, মানবাধিকার লঙ্ঘন ও দলবাজির অভিযোগ থাকায় তাৎক্ষণিকভাবে আপামর জনসাধারণের বিভিন্ন পর্যায় হতে প্রতিবাদের ঝড় ওঠে। সরকার সর্বসাধারণের মতামতকে সম্মান জানিয়ে ১৩ জানুয়ারি নবনিযুক্ত ৬ জন সদস্যের শপথ গ্রহণের আগেই তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। সুবিবেচনা ও ত্বরিত সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিল করায় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম-এর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই।
এতে আরও বলা হয়, পাবলিক সার্ভিস কমিশনে এ ধরনের সদস্য নিয়োগ ও বাতিল প্রক্রিয়ায় প্রতিভাত হয় কোনো স্বার্থান্বেষী মহল/ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে। ভবিষতে সাংবিধানিক সব পদসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো পদে কাউকে নিয়োগ দেওয়ার পূর্বে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই করার এবং কোনো বিতর্কিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।