ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস ও তার সহধর্মিণী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।গত শনিবার (৭ ডিসেম্বর) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস সিঙ্গাপুর যান।
সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী রোববার (১৫ ডিসেম্বর) মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের ঢাকায় ফেরার কথা রয়েছে।
এর আগে শনিবার (৭ ডিসেম্বর) সিঙ্গাপুর স্থানীয় সময় বিকাল ৩টায় বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছান তারা। সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মির্জা আব্বাস ও তার পরিবারকে এয়ারপোর্ট থেকে স্বাগত জানান।