বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে বিগত ১/১১ সরকার এবং পরবর্তীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার।
রবিবার বিকেলে (নভেম্বর ২৪, ২০২৪) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মধ্য বাজারে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই দাবী জানান এই সাবেক এমপি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার আরও বলেন, চুনারুঘাটে ১৭টি চা বাগান রয়েছে। এই চা বাগানের ‘চা শ্রমিকদের’ দুঃখ-দুর্দশার কথা আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে জেনেছেন। বিএনপি আগামীতে দেশে সরকার গঠন করলে ‘চা শ্রমিকদের’ সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা হবে। স্থায়ীভাবে তাদের সমস্যা সমাধান করা হবে।
সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি ড্যামি নির্বাচনে যারা ‘ড্যামি প্রার্থী’ হয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। যারা ‘ড্যামি প্রার্থী’ হয়ে খুনি হাসিনার সহযোগিতা করেছিল, তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। কারণ তারা জনগণের বন্ধু হতে পারে না। তারা শুধু পারে জনগণের অধিকার কেড়ে নিতে।
এছাড়া বিএনপি’র সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যে— দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।
প্রসঙ্গত, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে— ‘বিক্ষোভ মিছিল ও সমাবেশ’-এর আয়োজন করে চুনারুঘাট উপজেলার অন্তর্ভুক্ত দশটি ইউনিয়ন বিএনপি, চুনারুঘাট পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।
এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবু সালেহ মোঃ শরিফুর রহমান।