ঢাকা : আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২৪ আরবি হিজরি ১৪৪৬ এর ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে পালন করার আহবান জানান এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।
আজ রোববার এক বিবৃতিতে এ আহবান জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখেরি নবী আল আমিন হিসেবে সব ধর্ম-জাতির কাছে পরিচিত হযরত মুহাম্মদ (সা.)এর জন্ম ও ওয়াফাত দিবস ঐতিহাসিক ১২ রবিউল আউয়াল। মাত্র ৬৩ বছর জিন্দেগীতে তাঁর উপর নাযিল হয়েছে পবিত্র আল কোরআন।তিঁনি বিদায় হজ্জে ঐতিহাসিক ভাষনের মধ্যে দিয়ে সারা বিশ্বের মানব জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। ঐতিহাসিক মক্কা বিজয়ের পর শত্রুদের সাধারণ ক্ষমা ঘোষণা করে একটা নতুন অধ্যায় শুরু করেছেন।তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি ঐতিহাসিক শিক্ষা। পবিত্র কোরআন এবং হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)জীবনী আমরা যতবার পড়বো এবং আলোচনা করবো ততবারই আমরা সত্যের সঠিক পথে পরিচালিত হতে পারবো।প্রিয়নবী (সা.)কে অনুসরণ করলে আমরা কেউ বিপদগামী হবো না।আসুন আমরা সবাই মিলে সঠিক উপলব্ধি করে ন্যায় ও সত্যের পথ বেছেনি।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত ও হেদায়েত দান করুন।
মহানবী মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে হিজরি মাস রবিউল আউয়ালের ১২ তারিখে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন।