ভারত সফরের প্রথম দিনে নয়াদিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরগা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নফল নামাজ আদায় ও মোনাজাতকালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। পরে তিনি নিজামউদ্দিন আউলিয়ার দরগার বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
ভারতের সুফি সংস্কৃতির অন্যতম পবিত্রস্থান নিজামউদ্দিন আউলিয়ার দরগা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত দিল্লিতে অবস্থানকালে নিয়মিত নিজামউদ্দিন দরগায় জিয়ারতে যেতেন শেখ হাসিনা। আগামী ৮ সেপ্টেম্বর ভারত সফরের শেষ দিনে আজমিরে সুফি ব্যক্তিত্ব খাজা মঈনুদ্দিন চিশতীর দরগা পরিদর্শন করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৭ সালে আজমির শরীফ জিয়ারত করেন। এর আগে ২০১০ সালে যখন তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তখনও আজমির শরীফ জিয়ারত করেন।