পবিত্র মাহে রমজানের মহিমার স্নিগ্ধতায় ছেয়ে গেছে পুরো মুসলিম বিশ্ব। পবিত্র এ মাস উদযাপন উপলক্ষে বর্ণালি সাজে সেজেছে দেশের পাঁচ তারকা হোটেলগুলো। দিচ্ছে ইফতার ও ডিনার বুফের নানা অফার। চলুন জেনে নিই দেশের জনপ্রিয় পাঁচটি পাঁচ তারকা হোটেলের ইফতারের নানা আয়োজন ও অফার সম্পর্কে।
প্যান প্যাসিফিক সোনারগাঁও
ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রেখে এবং প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও ঢাকার আইকনিক পাঁচ তারকা হোটেল সোনারগাঁওতে রয়েছে জমকালো আয়োজনের সমারোহ। হোটেলের ক্যাফে বাজার এবং ওয়েসিস এ রয়েছে ইফতারের আয়োজন যেখানে নির্দিষ্ট ব্যাংক কার্ডের বিপরীতে ১টি বুফে ইফতার কিনলেই পাচ্ছেন যথাক্রমে ১টি, ২টি ফ্রি। এছাড়াও ডাচ্ বাংলা ব্যাংকের নির্দিষ্ট কার্ড এ থাকছে ৩টি বুফে ইফতার ফ্রি। প্রতিদিনই রয়েছে রকমারি খাবারের বুফে ইফতার যা পাওয়া যাচ্ছে মাত্র ৬ হাজার ৫০০ টাকায়।
পবিত্র এ মাস জুড়ে পাওয়া যাবে ঐতিহ্যবাহী ও বিখ্যাত হালিম এবং জিলাপি। আধা কেজি এবং এক কেজি ওজনে পাওয়া যাচ্ছে জিলাপি যার নির্ধারিত মূল্য যথাক্রমে ১ হাজার ৭৫০ টাকা এবং ২ হাজার ৯৫০ টাকা। হালিম পাওয়া যাচ্ছে ২ হাজার ৮৫০ টাকা এবং ৪ হাজার ৪৫০ টাকায়। ইসলামী ব্যাংকের সিলেক্টেড ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করে হালিম-জিলাপিতে ১ টি কিনলে ১ টি ফ্রি অফার উপভোগ করতে পারবেন এবং ইসলামী ব্যাংকের সিলেক্টেড কার্ডের মাধ্যমে লবি লাউঞ্জ রেস্টুরেন্টে টেকঅ্যাওয়ে বক্সে পাচ্ছেন ২০ শতাংশ ছাড়।
ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা
কমিউনিটি ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে সুযোগ রয়েছে বাই ওয়ান গেট থ্রি অফার। একটি ইফতার ও ডিনার প্যাকেজ কিনলেই সঙ্গে রয়েছে আরো ৩টি ফ্রি। প্রতিদিন ৮ হাজার ৫০০ টাকায় রয়েছে গ্র্যান্ড ইফতার ও ডিনার। এছাড়াও ৪টি ক্যাটাগরিতে রয়েছে ইফতার বক্স। ৩ হাজার ৫০০ টাকায় একজনের ইফতার বক্স, ৬ হাজার টাকায় দুজন, ১০ হাজার টাকায় ৪ জন এবং ১৪ হাজার টাকায় ৬ জনের ইফতার বক্স নিতে পারবেন ঢাকার অত্যাধুনিক এ পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে।
ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকা
ওয়েস্টিন ঢাকা এবং শেরাটন ঢাকায় রয়েছে স্থানীয় খাবারের পাশাপাশি মেডিটেরানিয়ান, অ্যারাবিক এবং উপ-মহাদেশীয় খাবারের লোভনীয় আয়োজন। ২০টি নির্ধারিত ব্যাংকের গ্রাহকরা পাবেন ১ টি কিনলে সঙ্গে আরেকটি ফ্রি। ডাচ বাংলা ব্যাংকের কার্ডধারী গ্রাহক পাবেন একটি কিনলে ৩টি ফ্রি অফারটি। এছাড়াও এসব ইফতার প্যাকেজ কিনলে গ্রাহকদের জন্য রয়েছে এয়ার অ্যারাবিয়া ও ইউএস বাংলার আকর্ষণীয় ফিরতি এয়ার টিকিট জেতার সুযোগ। রমজানের বুফেতে ভূমধ্যসাগরীয় এবং আরবি স্বাদের সংমিশ্রণে রয়েছে আদানা কাবাব, ল্যাম্ব ওউজি, মাটন কাচ্চি, ল্যাম্ব শেনক, ফ্যাইড প্রন, ফ্রাইড স্যামন, ফ্রাইড হিলশা, মাটন, শিক কাবাব, তুর্কি তুলুম্বা ও ওসমলিয়া।
শেরাটন ঢাকার দ্য গার্ডেন কিচেনে পাবেন স্থানীয় সুস্বাদু খাবার যেমন বিফ চ্যাপ, সুতি কাবাব, তুর্কি আদানা কাবাব, ওরফালি কাবাব, চিকেন কোফতা কাবাব, বিফ ওয়েলিংটন, ল্যাম্ব ওউজি ও সীফুড।
প্রতিদিন দ্য ওয়েস্টিন ঢাকায় ৯ হাজার ৯৯০ টাকায় এবং শেরাটন ঢাকায় ১০ হাজার ৯০০ টাকায় পাওয়া যায় জমকালো বুফে ইফতার ও ডিনার। ওয়েস্টিন ঢাকা প্রতিদিন ইফতার বক্স অফার দিচ্ছে তিনটি ক্যাটাগরিতে। প্লাটিনাম ৯ হাজার ৯৯০ টাকা, গোল্ড ৮ হাজার ৫৫০ এবং সিলভার ৭ হাজার ৫৫০ টাকা। শেরাটন ঢাকা তাদের ইফতার বক্স তিনটি ক্যাটাগরিতে অফার করছে।- লাক্সারি ১০ হাজার ৯৯০ টাকা, প্রিমিয়াম ৮ হাজার ৯৯০ এবং ক্লাসিক ৭ হাজার ৯৯০ টাকা।
রেডিসন ব্লু, চট্টগ্রাম
চট্টগ্রামের রেডিসন ব্লুতে রমজান উপলক্ষে ইফতার বাজার এবং বিভিন্ন এক্সক্লুসিভ অফারসহ থাকছে টেকওয়ে সুবিধা। ঐতিহ্যবাহী খাবারের অভিজ্ঞতার পাশাপাশি, রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউ তার রমজান ইফতার বাজারের জন্য টেকওয়ে সুবিধা চালু করেছে। অতিথিদের এখন ঘরে বসেই খাবার উপভোগের সুযোগ রয়েছে। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয় ইফতার। রয়েছে বিশেষ অফার। ২০ হাজার টাকা মুল্যের খাবার কিনলেই তার জন্য থাকছে একটি এক্সক্লুসিভ ডিল অফার।