নিউজ ডেস্ক : টিএসএম এনার্জি তুরস্কের একটি স্বনামধন্য বিদ্যুৎ উৎপাদনকারী ও বিপণন কোম্পানি। স্বনামধন্য এই কোম্পানিটি বৃহৎ তুরস্কের দশ ভাগ বিদ্যুতের চাহিদা পূরণ করে থাকে। বর্তমানে এই কোম্পানিটি আদানা এলাকার ভূমধ্যসাগরের তীরবর্তী আক্কুউ নামক স্থানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজে নিয়োজিত আছে। এই বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণ শ্রমিক হিসেবে বিভিন্ন পেশায় বাংলাদেশ থেকে ১৫২২ জন দক্ষ জনশক্তি আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। সেই লক্ষ্যে দুবাইয়ের বিখ্যাত নির্মাণ কোম্পানি ‘নুর-আত্ব-তিন বিল্ডিং কনস্ট্রাক্টিং এলএলসি’ টিএসএম’ এর বিশিষ্ট সহযোগী হিসেবে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়টি ব্যবস্থাপনা করছে। ইতোমধ্যে টিএসএম এনার্জি দুবাইয়ের নূর-আত্ব-তিন বিল্ডিং কনস্ট্রাক্টিং এলএলসি’কে ১৫২২ জন জনশক্তি প্রেরণের চাহিদা পত্র প্রেরণ করেছে।
সম্প্রতি তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান,এন ডি সি, নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানি বিষয়টি’র ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ হতে প্রেরণকৃত শ্রমিকদের বাসস্থান, খাবার ও বিনোদনের ব্যবস্থাগুলোও পর্যবেক্ষণ করেন। বাংলাদেশের শ্রমিকদের ফাইভ-স্টার মানের বাসস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে তিনি অভিভূত হন। রাষ্ট্রদূত মহোদয় যোগদান পরবর্তী তুরস্কের সাথে দ্বিপাক্ষিক ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে সচেষ্ট থেকে কাজ করে যাচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্যের প্রসারতার ক্ষেত্রে তুরস্কে জনশক্তি রপ্তানির বিষয়টাকে তিনি খুবই ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন।
তুরস্কে জনশক্তি রপ্তানির বিষয়ে দুবাইয়ের স্বনামধন্য নির্মাণ কোম্পানি ‘নূর-আত্ব-তিন বিল্ডিং কনস্ট্রাক্টিং এলএলসি’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নুর-আত্ব-তিন বাংলাদেশের ‘ভার্সেটাইলো এইচ আর সল্যুশনস্ ও স্কিল্ড আউট সোর্সিং’ এর উদ্ভাবিত ‘ম্যানেজমেন্ট গভরনিং ইকোসিস্টেম’ নামক সফটওয়্যার ও প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন রিক্রটিং এজেন্সির মাধ্যমে দক্ষ জনশক্তি নির্বাচন ও রপ্তানির বিষয়ে সফলভাবে কাজ করছে। নুর-আত্ব-তিন’এর এই মহৎ উদ্যোগ ও প্রচেষ্টার ফলে তুরস্কে বাংলাদেশের দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সম্মানিত রাষ্ট্রদূত মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।