নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য প্রবাসী তিন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারা হলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিনিয়র রিপোর্টার মাহমুদ আজহার ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক। গত ২৮ আগস্ট ২০২২ সালে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট চতুর্থ আদালত শ্রাবনী দাস এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
২০২২ সালের ১৪ আগস্ট কুষ্টিয়া সদর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু সাংবাদিক রিয়াজ চৌধুরী (রিয়াজ হোসেন চৌধুরী), মাহমুদ আজহার (আজহারুল ইসলাম) ও শাহেদ শফিকের ( শফিকুল ইসলাম) বিরুদ্ধে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট চতুর্থ আদালতে ৪৯৯/৫০৬/৩৪ দণ্ডবিধি মোতাবেক অভিযোগ দাখিল করেন। সিআর মামলা নম্বর ১৩৯/২২ (ই বি)। মামলার অভিযোগে বলা হয়, আসামীগণ বাংলাদেশ সরকারের শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সম্পর্কে মিথ্যা, কুৎসা ও আপত্তিকর কুৎসা রটনা ছড়াচ্ছে।
মামলায় গত ৯ আগস্ট রিয়াজ চৌধুরীর ফেসবুকের একটি স্ট্যাটাস তুলে ধরে বলা হয়, ‘জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে শেখ হাসিনা দেশের জনগণের উপর জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে সাংবাদিক মাহমুদ আজহার লিখেন, ভোটবিহীন, গুম, খুনী মামলাবাজ সংবাদপত্র, বাক ব্যক্তি এবং স্বাধীনতা হরণকারী ও মানবাধিকার লংঘনকারী হাসিনা সরকারের পাণ্ডাদের পরিণতি শ্রীলঙ্কার চেয়ে আরও ভয়াবহ হবে। ভিন্ন মন্তব্য করেন সাংবাদিক শাহেদ শফিকও। এ ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানা বাতিলের দাবি জানিয়েছেন।